17 C
আবহাওয়া
১০:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইলে গ্লাস কারখানায় আগুন

টাঙ্গাইলে গ্লাস কারখানায় আগুন

টাঙ্গাইলে গ্লাস কারখানায় আগুন

বিএনএ, টাঙ্গাইল:  টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের  কারখানার এখনও জ্বলছে ।  বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক রেজাউল করিম এ খবর নিশ্চিত করেন।

রেজাউল করিম জানান,  মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় অবস্থিত গ্লাসওয়্যার কারখানাটিতে রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টাঙ্গাইল, মির্জাপুর, বাসাইল, সখীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ মোট আটটি ইউনিট কাজ করছে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরও জানান,  আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে কাজ করে যাচ্ছি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিচতলার একটি গোডাউনে থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ