Bnanews24.com
Home » বিএনএ’র পাঠকদের প্রতি সম্পাদক ও প্রকাশকের শুভেচ্ছা
সম্পাদকীয়

বিএনএ’র পাঠকদের প্রতি সম্পাদক ও প্রকাশকের শুভেচ্ছা

বাংলানিউজ(বিএনএ)

বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং ৫১তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) ও বিএনএনিউজ২৪ ডটকম সম্পাদক মিজানুর রহমান মজুমদার, প্রকাশক ও বিএনএ ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন  বিএনএ’র সকল পাঠক, শুভাকাঙ্খীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিএনএ সম্পাদক ও প্রকাশক এক বিবৃতিতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।বিবৃতিতে তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করেন জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহিদ, সম্ভ্রমহারা দুই লাখ মা-বোন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ মানুষের সর্বোচ্চ আত্মত্যাগ এবং ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করে।