25 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারী নিহত


বিএনএ ডেস্ক :রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ছয়টার দিকে খিলগাঁওয়ের গুলবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার দায়িত্বরত ডিউটি অফিসার মিজানুর রহমান গষমাধ্যমকে এ  বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ছয়টার দিকে খিদমাহ হাসপাতালের সামনে গুলবাগ রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। ওই নারী ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছেন। তাকে কয়েকবার ডাক দেওয়া হলেও তিনি রেললাইন থেকে সরেননি। ট্রেন কাছে চলে আসায় তাকে কেউ বাঁচাতে পারেনি।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ