25 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নেপালে তীর্থযাত্রীদের বহনকারী গাড়ি খাদে, নিহত ৮ 

নেপালে তীর্থযাত্রীদের বহনকারী গাড়ি খাদে, নিহত ৮ 


বিএনএ, বিশ্বডেস্ক : নেপালের পশ্চিমাঞ্চলে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে দারচুলা জেলায় শৈলশিকর পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেপালের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, ওই গাড়িতে মোট ১৩ জন আরোহী ছিলেন। স্থানীয় সময় ভোর ৪টার দিকে দারচুলা জেলায় একটি মহাসড়ক থেকে প্রায় ৩০০ মিটার গভীর খাদের নিচে পড়ে যায়।

জেলা পুলিশের মুখপাত্র ছত্র বাহাদুর রাওয়াত বলেন, ‘মল্লিকার্জুন মন্দির দর্শন শেষে তীর্থযাত্রীরা ওই গাড়িতে ফিরছিলেন।’

তিনি জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

নেপালের পার্বত্য এলাকায় এ নিয়ে গত আট দিনে চারবার ভয়াবহ দুর্ঘটনা ঘটল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ