19 C
আবহাওয়া
১:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সা.আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়া

সা.আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়া

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়া

বিএনএ, স্পোর্টস ডেস্ক:   ICC Men’s Cricket World Cup 2023 এর দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ওঠে গেল অস্ট্রেলিয়া।  বৃহস্পতিবার(১৬ নভেম্বর) দিবারাত্রির এই খেলায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৩উইকেটে জয় পেয়েছে। আগামী রবিবার(১৯ নভেম্বর) ICC Men’s Cricket World Cup 2023 এর ফাইনাল খেলায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। খেলাটি হবে বেলা আড়াইটায় আহমেদাবাদস্থ ভারতের নরেন্দ্রমোদি স্টেডিয়ামে।

বৃহস্পতিবার বিকেলে টস জিতে প্রথমে ব্যাটিং করে সাউথ আফ্রিকা ৪৯ দশমিক ৪ ওভারে ২১২ রান সংগ্রহ করেছে।

কলকাতার ইডেন গার্ডেনসে জয়ের জন্য ২১৩ রান পেতে খেলতে নেমে অস্ট্রেলিয়া ৪৭ দশমিক ২ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করেছে।

অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ৪৮ বলে ৬২ রান, ডেবিট ওয়ার্নার ১৮ বলে ২৯ রান,মার্স শূণ্য রান, মারনুস ১৮, যশ ২৮ রান, সাটর্ক ১৬ ও কামিন্স ১৪ রান এবং ম্যাক্সওয়েল মাত্র ১ রান করেছেন।

 

ICC Men’s Cricket World Cup 2023 এর South Africa বনাম Australia ম্যাচে সাউথ আফ্রিকার পক্ষে ডেভিট মিলার ১০১ রান নিয়েছেন। বাকিরা সবাই ৫০ রানের নিচে।

অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক ও কামিন্স ৩টি করে উইকেট লাভ করেছেন।

বিএনএ,ICC Men’s Cricket World Cup 2023,জিএন

Loading


শিরোনাম বিএনএ