31 C
আবহাওয়া
১:২৬ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী


বিএনএ, ঢাকা: প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিতে দুদিনের সফরে ২৩ নভেম্বর ঢাকায় আসবেন তিনি। পরদিন ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট আইওআরএ মন্ত্রীদের সভা অনুষ্ঠিত হবে।

আগামী ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ২২তম আইওআরএ কাউন্সিল অব মিনিস্টারস (সিওএম) বৈঠকে যোগ দেওয়ার রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সফরটি হলেও মূলত রাজনৈতিক সম্পর্কের বিষয়টিতে জোর দিচ্ছে মস্কো। ২৩টি দেশের সমন্বয়ে গঠিত আইওআরএতে যুক্ততার বিষয়ে রাশিয়া দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্ভবত ২৩ নভেম্বর এখানে আইওআরএ বৈঠকে তার মূল বিষয়ে আলোকপাত করা ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। রাশিয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর একটি সংলাপ অংশীদার।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ