19 C
আবহাওয়া
১:০৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের প্রমাণ মিলেছে: ইসি

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের প্রমাণ মিলেছে: ইসি

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের প্রমাণ মিলেছে: ইসি

বিএনএ ডেস্ক: গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন।অপরাধের ধরন অনুযায়ী শাস্তির সুপারিশ করা হবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান কমিশনার আনিছুর রহমান। বলেন, আগামী সপ্তাহে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের বিষয়ে সিদ্ধান্ত জানাবে ইসি। অপরাধের ধরন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারী মামলা দায়ের করা হবে। তবে অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছিল; ওইদিন দুপুরে অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট বাতিল করে নির্বাচন কমিশন। গাইবান্ধায় বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিকল্পধারাসহ ৫ প্রার্থী নির্বাচনে অংশ নেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ