27 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ বিতরণ করেছে জেলা পরিষদ

কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ বিতরণ করেছে জেলা পরিষদ


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুই স্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ করেছেন রাঙামাটি জেলা পরিষদ। মঙ্গলবার(১৫ নভেম্বর) রাতে বণিক কল্যাণ সমিতি কার্যালয়ে জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী ৩০ হাজার টাকা অনুদান তুলে দেন।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্থ ইয়াছিন, নাছির ও রুবেলকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

আর্থিক অনুদান প্রদান কালে কাপ্তাই উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর, সম্পাদক আকতার আলম ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমনসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ