17 C
আবহাওয়া
২:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ‘সম্ভবত’ রাশিয়া থেকে ছোড়া হয়নি: বাইডেন

পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ‘সম্ভবত’ রাশিয়া থেকে ছোড়া হয়নি: বাইডেন


বিএনএ বিশ্বডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের ভেতর যে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুজন প্রাণ হারিয়েছেন, সেটি সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিশ্বনেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।

সিএনএনের খবরে বলা হয়,ব্রিফিংয়ে বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া হয়েছে, এটি নিশ্চিত করে বলার সময় এখনো এসেছে কি না?

জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রাথমিক তথ্যগুলো ভিন্ন কথা বলছে। তাই পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত আমি এমনটি বলতে চাই না।

গতকাল মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে বিস্ফোরণে দুজন নিহত হন। ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি পোল্যান্ডের।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা সাংবাদিকদের বলেন, ক্ষেপণাস্ত্রটি কে ছুড়েছে, সে বিষয়ে তাঁদের কাছে এই মুহূর্তে অকাট্য তথ্যপ্রমাণ নেই। এ নিয়ে তদন্ত চলছে। তবে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়ার তৈরি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে। তবে তিনি তাঁর দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেননি।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ