29 C
আবহাওয়া
৯:১৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডে নিহত ২

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডে নিহত ২


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেন সীমান্তে মঙ্গলবার পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছে। ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দায়ভার রাশিয়ার ওপর চাপিয়ে দেয়া হচ্ছে বলে যে কথা ওঠেছে।কিন্তু ইউক্রেন তাকে ষড়যন্ত্রমূলক হিসেবে অভিহিত করেছে।

তবে রাশিয়াই যদি এই ক্ষেপণাস্ত্র হামলা করে থাকে যুদ্ধ ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রজেজ দোদা বলেছেন, ‘এই ক্ষেপণাস্ত্র কে নিক্ষেপ করেছে, তার সুস্পষ্ট কোনো প্রমাণ এই মুহূর্তে আমাদের কাছে নেই। সম্ভবত এটি রুশ-নির্মিত ক্ষেপণাস্ত্র। তবে এখন তা নিয়ে তদন্ত চলছে।’

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এটাকে ‘পরিস্থিতি অবনতি ঘটাতে পরিকল্পিত উস্কানি’ প্রদান বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘রুশ বাহিনী ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের টার্গেটের ওপর কেনো ধরনের হামলা চালায়নি।’
এতে বলা হয়, সেখানে যেসব ধ্বংসাবশেষ পাওয়া গেছে, সে ব্যাপারে রাশিয়ার কিছুই করার নেই।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ