18 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ফের করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী

ফের করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আবারও করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো ভাইরাসটিতে আক্রান্ত হলেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব।

টুইটবার্তায় মরিয়ম আওরঙ্গজেব জানান, লন্ডনে পৌঁছানোর পরই শারীরিক অসুস্থতা বোধ করায় শার্ম আল শেখে কোভিড টেস্ট করান শেহবাজ, সেই টেস্টের ফলাফল ‘পজিটিভ’ আসে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, করোনা টেস্টের রিপোর্ট আসার পর দেশের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী এবং বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন। শেহবাজ শরিফের সুস্থতার জন্য দেশবাসীকে প্রার্থনা করার অনুরোধও জানিয়েছেন তথ্যমন্ত্রী।

এর আগে, গত রোববার লন্ডনে যান শেহবাজ শরিফ। সেখানে তার বড় ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ