বিএনএ ঢাকা: ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণে মোট ছয়জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যার মধ্যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
যারা মারা গেছেন তারা হলেন, শহিদ তালুকদার (৪০), মো. পিরন (৪০), মেহেদী হাসান (২৮), মো. রনি (২৭) এবং আশিকুর রহমান (২৫)।
সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন।
তিনি বলেন, ওই জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। চিকিৎসাধীন বাকি পাঁচজন মঙ্গলবার মারা যান বলে জানান আবাসিক সার্জন।
গত শুক্রবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সুগন্ধা নদীর তীরবর্তী পদ্মা অয়েল কোম্পানির দক্ষিণপাড়ে সাগর নন্দিনী-৩ নামের ওই জাহাটিতে ইঞ্জিন রুমে পাম্প মেশিন মেরামত করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন জাহাজের সুকানি কামরুল ইসলাম। ওই ঘটনায় আরও সাত কর্মী দগ্ধ হন। পরে তাদেরকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।
জাহাজটি চট্টগ্রাম থেকে ৯ লাখ লিটার ডিজেল ও ২ লাখ লিটার পেট্রল নিয়ে ঝালকাঠিতে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিএনএনিউজ/আরকেসি