বিএনএ, (মিরসরাই) চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে আগ্নেয়াস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এসময় ছিনতাইকারিদের ধারালো চপাতির কোপে গুরুতর আহত হয়েছেন মহিবুল্লাহ (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫ টার সময় বড়তাকিয়া মাজার এলাকায় মহাসড়কে এই ঘটনা ঘটে।
মহিবুল্লাহ ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাসেল মেম্বার বাড়ির মৃত বেলাল হোসেনের পুত্র। বর্তমানে সে চমেক হাসপাতালে চিকিৎসাধিন। ছিনতাইকারিরা ধারালো চাপাতি দিয়ে তাকে মারাত্মক জখম করে ৭ হাজার টাকা নিয়ে গেছে।
আহত মুহিবুল্লাহ জানান, এসএসসির একটি পরীক্ষা দেওয়ার জন্য ভোরে ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তায় কোন গাড়ি না পেয়ে একটি অটো করে চরারকুল এলাকা থেকে বড়তাকিয়া বাস কাউন্টারে রওনা হয়। কিন্তু বড়তাকিয়া মাজার এলাকায় তার গাড়ি আটক করে পুলিশ পরিচয়ে তাকে তল্লাশি করতে চাইলে সে বাকবিতন্ডা করে পরীক্ষার দেরি হয়ে যাবে বলে তাকে ছেড়ে দিতে অনুরোধ করে। এতে ছিনতাইকারিরা ক্ষিপ্ত হয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজবিুর রহমানের সরকারি মোবাইল নাম্বারে বার বার কল করা হলে তিনি কল কেটে দেওয়ায় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ওসি তদন্ত বাবু দীনেশ দাশের কাছে জানতে চাইলে থানার বাইরে থাকায় এ বিষয়ে অবগত নন বলে জানান তিনি।
উল্লেখ, ওই ছিনতাইয়ের ঘটনার সামান্য দূরত্বে চরারকূল রাস্তার মাথা এলাকায় তিনটি দোকানের মালামাল চুরি হয় একই সময়ে। এছাড়া সাম্প্রতিক মিরসরাই উপজেলা এলাকায় মোটরসাইকেল চুরি, দোকানের মালামাল চুরি, মহাসড়কে গাড়ি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে জনমনে।
বিএনএ/ আশরাফ, এমএফ