18 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » হাতি হত্যা বন্ধে সাতকানিয়ায় মত বিনিময়

হাতি হত্যা বন্ধে সাতকানিয়ায় মত বিনিময়

হাতি হত্যা বন্ধে সাতকানিয়ায় মত বিনিময়

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ফাঁদ পেতে হাতি হত্যা বন্ধে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছে বনবিভাগ।

মঙ্গলবার(১৬নভেম্বর) উপজেলার মির্জাখীল এলাকার একটি কমিউনিটি সেন্টারে ‘হাতি সংরক্ষণ এবং হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, পদুয়ার বন সংরক্ষক একেএম আজহারুল ইসলাম, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রূদ্র, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন।

এতে বক্তারা বলেন, চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, কক্সবাজারের বিভিন্ন উপজেলায় সবচেয়ে বেশি ফাঁদ পেতে বা গুলি করে হাতি হত্যা হয়েছে। অথচ সরকার হাতির আক্রমণে কেউ ক্ষতিগ্রস্ত হলে সর্বোচ্চ ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে। সংরক্ষিত বনাঞ্চল এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। পাহাড়ি বনাঞ্চলে বাড়িঘর ঠেকানো গেলে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলা যাবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

bnanews24,SMNK,GN

Loading


শিরোনাম বিএনএ