বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে ২৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার ফেলে পালিয়েছে দুই মাদক কারবারি। সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৫ টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারীয়া ঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এসআই মাসুদ রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ডিউটি করছিলেন।
এসময় দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিল নিয়ে ফেনী সদর থেকে ১টি প্রাইভেটকারযোগে চট্টগ্রামের দিকে আসছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থানার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর ওয়াহেদপুর সাকিনের নয়দুয়ার বাজারের শহিদুল ইসলামের চা-দোকানের সামনে নয়দুয়ার বাজার টু নাপিত্তছড়া ঝর্ণাগামী পাকা রাস্তার উপর পৌঁছালে প্রাইভেটকারের অজ্ঞাতনামা চালক ও দুইজন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ী থেকে তল্লাশী করে ২৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, উদ্ধার ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা।
আরও পড়ুন: সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১০ জনের মৃত্যু
তিনি আরও জানান, পুলিশ অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গাড়িটি ধাওয়া করে মাদকদ্রব্যগুলো উদ্ধার করেছে। এছাড়া জব্দ গাড়ির সূত্র ধরে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/ বিএম