17 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লা-নোয়াখালীর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা-নোয়াখালীর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রদায়িক হামলায় জড়িতরা সবাই ধরা পড়েছে:স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ ঢাকা: কুমিল্লা এবং নোয়াখালীর ঘটনার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে করা হয়েছে, সেগুলো অবশ্যই চিহ্নিত করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

শনিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধ বিষয়ক ‘দুইটি যুদ্ধের একটি গল্প’ শীর্ষক এক ডকুড্রামা প্রদর্শনীর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সে  সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে তা বিশ্বাসযোগ্য নয়। কোনো মানুষ, কোনো ধর্মাবলম্বীরাই এটা করতে পারেন না। তারপরও হয়েছে। কেন হয়েছে, কী কারণে হয়েছে, কারা জড়িত অবশ্যই খুঁজে বের  করা হবে। যারা ক্ষুব্ধ হয়েছেন তাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান তিনি।

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যারা বিভিন্ন স্থানে ভাংচুর করেছে তাদেরকে এসব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, সহিংসতা করে কেউ পার পাবে না।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ