25 C
আবহাওয়া
৪:৩৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে ডা. ধীমান চৌধুরী’র সংবর্ধণা

রাউজানে ডা. ধীমান চৌধুরী’র সংবর্ধণা

রাউজানে ডা. ধীমান চৌধুরী’র সংবর্ধণা

বিএনএ, রাউজান: রাউজানের সন্তান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ধীমান চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে।শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে মধ্য গহিরা বিশ্বাস পাড়াস্থ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

মধ্য গহিরা পল্লী উন্নয়ন সমিতি’র ব্যবস্থাপনায় এতে সভাপতিত্ব করেন ডা. দীপক সরকার।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব সুমন দে, আ.লীগ নেতা নজরুল ইসলাম।

ফজলে করিম চৌধুরী বলেন, রাউজান অনেক জ্ঞাণী-গুণীর জন্মভূমি। এখানে মাস্টার দা থেকে শুরু করে অনেক কবি, সাহিত্যিক, সাংবাদিক জন্মগ্রহণ করেছেন। । যাদের জন্মের কারণে রাউজান আলোকিত। ডা. ধীমান তাদেরই একজন। সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়া সম্মিলনী, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনএ/ শফিউল আলম, ওজি

Loading


শিরোনাম বিএনএ