28 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ১৯ দিনব্যপী চুনতি সীরাতুন্নবী (সঃ) মাহফিল শুরু ১৮ অক্টোবর

১৯ দিনব্যপী চুনতি সীরাতুন্নবী (সঃ) মাহফিল শুরু ১৮ অক্টোবর

১৮ অক্টোবর শুরু : ১৯ দিনব্যপী চুনতি সীরতুন্নবী (সঃ) মাহফিল

লোহাগাড়া(চট্টগ্রাম) : চট্টগ্রামের সর্ব দক্ষিণেল ইপজেলা লোহাগাড়ায়  চুনতি শাহ সাহেব কেবলা মরহুম হাফেজ আহমদ ( রহঃ ) কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিনব্যপী সীরাতুন্নবী (সঃ) মাহফিল আগামী ১৮ অক্টোবর শুরু হবে। যা  ৫ নভেম্বর দিবাগত রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

জানা যায়, মাহফিলের উদ্বোধন করবেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি ।

বিগত বছরগুলোর ন্যায় মাহফিল  শান্তিপূর্ণ ও সুশৃংখল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাহফিল আয়োজক কমিটি ও উপকমিটি সমূহ ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

শুক্রবার ( ১৫ অক্টোবর ) দুপুরে চুনতি শাহ মঞ্জিলে সাংবাদিকদের সাথে মাহফিল পরিচালনা কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাহফিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, ১৯ দিনব্যাপী ৫১তম  এ সীরাত মাহফিলে প্রতি বছরের ন্যায় এ বছরও দেশের বিশিষ্ট ওয়ায়েজিন ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেবেন। এবারের মাহফিলের বাজেট ২ কোটি ৭৫ লক্ষ টাকা।

দেশের সবচেয়ে বৃহৎএবং দীর্ঘকাল (১৯ দিন) ঐতিহাসিক এ সীরাতুন্নবী (স.) মাহফিল আয়োজনের একমাত্র উৎস আল্লাহ ও রাসূল প্রেমিক জনতার আর্থিক ও কায়িক সহায়তা।

নেতৃবৃন্দ মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে সর্বাত্মক সহযোগিত কামনা করেন।

মাহফিল পরিচালনা কমিটির সভাপতি, চুনতি শাহ সাহেব কেবলার দৌহিত্র মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাহফিল পরিচালনা কমিটির অন্যতম সদস্য শাহ সাহেব কেবলার দৌহিত্র আবদুল মালেক ইবনে দিনার নাজাত, কশশাফুল হক শেহজাদ,  মো: জাহেদুর রহমান, কাজী আরিফুল ইসলাম প্রমুখ।

বিএনএ নিউজ ২৪, রায়হান সিকদার, জিএন

Loading


শিরোনাম বিএনএ