20 C
আবহাওয়া
৯:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেটশিকারি

আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেটশিকারি

উইকেট

বিএনএ, স্পোর্টস ডেস্ক: ভালো কিছুর সম্ভাবনা জাগিয়ে আরও একবার অল্পেই থেমে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর যাত্রা। আইপিএলের এবারের আসরের রানার্সআপ কলকাতা নাইট রাইডার্সের কাছে এলিমিনেটর ম্যাচে হেরে চতুর্থ হয়েছে বিরাট কোহলির দল।

তবে তার দলের চমক জাগানিয়া পেসার হার্শাল প্যাটেল হয়েছেন প্রথম, জিতেছেন সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ। এবারের আসরে ১৫ ইনিংস বোলিং করে সর্বোচ্চ ৩২ উইকেট নিয়েছেন হার্শাল। যা আইপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

এতদিন ধরে আইপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি ছিলো চেন্নাই সুপার কিংসের ক্যারিবীয় অলরাউন্ডার ড্যারেন ব্রাভোর দখলে। তিনি ২০১৩ সালের আসরে চেন্নাইয়ে জার্সি গায়ে ১৮ ম্যাচ খেলে শিকার করেছিলেন ৩২টি উইকেট। সেরা বোলিং ফিগার ছিলো ৪২ রানে ৪ উইকেট।

চলতি আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে হার্শাল খেলেছেন ১৫টি ম্যাচ। যেখানে তার শিকার ব্রাভোর সমান ৩২টি উইকেট। তবে ব্রাভোর চেয়ে কম ম্যাচ খেলে ও কম রান খরচ করে ৩২ উইকেট নেয়ায় রেকর্ডের তালিকায় এক নম্বরেই রাখা হয়েছে হার্শালকে। ব্রাভো ৩২ উইকেট নিয়েছিলেন ৪৯৭ রান খরচায়, হার্শালের খরচ হয়েছে ৪৫৯ রান।

এবারের আসরে ব্যাঙ্গালুরুর প্রথম ম্যাচেই চমক দেখিয়েছিলেন হার্শাল। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে নিয়েছিলেন ২৭ রানে ৫ উইকেট। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। মুম্বাইয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে হ্যাটট্রিকসহ নেন ৪টি উইকেট। সবমিলিয়ে ১৫ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে উইকেটশূন্য থাকেন তিনি। বাকি ১২ ম্যাচেই নেন ৩২ উইকেট।

হার্শাল-ব্রাভো ছাড়াও আইপিএলের এক আসরে ন্যুনতম ৩০ উইকেট নেয়ার কৃতিত্ব রয়েছে দিল্লি ক্যাপিট্যালসের দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার। তিনি গত আসরে ১৭ ম্যাচে নিয়েছিলেন ৩০ উইকেট।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ