16 C
আবহাওয়া
১১:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ


বিএনএ, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসছেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাবির জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

অধ্যাপক মজুমদার জানান, “আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আসবেন। তিনি হয়তো বেশি সময় থাকবেন না। বিকেলের দিকে স্টেডিয়ামে একটা ম্যাচ হবে, সেখানে তিনি উদ্বোধন করবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সমন্বয়কদের সাথে দেখা করবেন তিনি”

জনসংযোগ দপ্তরের প্রশাসক আরো বলেন, “রুয়েটের সঙ্গে এটি একটি প্রীতি ম্যাচ। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগ সার্বিক আয়োজনটি দেখভাল করছে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি আগামীকাল দুপুর ৩ টা থেকে শুরু হবে। ম্যাচটি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিএনএ/ সৈয়দ সাকিব, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ