24 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » আসাদুজ্জামান নুর ও মাহবুব আলী কারাগারে

আসাদুজ্জামান নুর ও মাহবুব আলী কারাগারে


হোটেল কর্মচারী মো. সিয়াম সরদার হত্যা মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ আদেশ দেন।

মিরপুর মডেল থানার এ মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুর রহমান কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে ১৫ সেপ্টেম্বর রাত ১১টায় বেইলী রোডের নওরতন কলোনী থেকে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরকে গ্রেপ্তার করা হয়। আর রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

নিহত সিয়াম সরদারের বাবা মো. সোহাগ সরদার বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর ১১৪ জনকে আসামি করে মামলা করেন। মামলার  ৮ নম্বর আসামি হলেন আসাদুজ্জামান নূর। তবে মাহবুব আলীর নাম এজাহারে নেই। তাকে এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই রাত ১১টার দিকে মিরপুর-১০ এ আবু তালেব স্কুলের সামনে আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে নির্বিচারে গুলি করে। এ সময় সিয়াম সরদার হোটেলের কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন গুলিবিদ্ধ হয়ে সিয়াম মারা যান।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ