32 C
আবহাওয়া
১১:২১ পূর্বাহ্ণ - মে ২১, ২০২৪
Bnanews24.com
Home » শ্রদ্ধা আর ভালবাসায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিককে স্মরণ 

শ্রদ্ধা আর ভালবাসায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিককে স্মরণ 

You sent শ্রদ্ধা আর ভালবাসায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিককে স্মরণ

বিএনএ, নেত্রকোণা :বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশগড়ার তৃপ্ত-শপথ ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালিন টাইগার বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ এর সপ্তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালের দিকে নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া হরমুজা ফয়জুল উলুম দারুস সালাম মাদ্রাসা প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ এর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মিলাদ ও বিশেষ দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদের সভাপতিত্বে নেত্রকোনা মহিলা কলেজের অধ্যাপক অলিউল্লাহ খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ননী গোপাল সরকার, নেত্রকোনা প্রেসকাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নি, সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা সুভাষ রঞ্জন দত্ত, কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, কবি তানভীর জাহান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আবু সিদ্দিক আহমেদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন দু:সাহসী কর্মকান্ডের স্মৃতিচারণসহ তার জীবনের বিভিন্ন ঘটনার আলোকপাত করেন। তাঁর নেতৃত্বে ১৯৭১ সালের ৯ডিসেম্বর নেত্রকোণা পাকিস্তানী হানাদারমুক্ত হয়।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ