30 C
আবহাওয়া
১২:৩৯ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার অজি স্পিনার

মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার অজি স্পিনার


বিএনএ, স্পোর্টস ডেস্ক : মাদক কারবারির অভিযোগে অস্ট্রেলিয়ার ৫২ বছর বয়সী সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টম্বর) অস্ট্রেলিয়ার পুলিশ বিয়ষটি নিশ্চিত করেছে।

তার বিরুদ্ধে তিন লাখ ৩০ হাজার ডলার দামের এক কেজি কোকেন বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছে পুলিশ। ওই কোকেন বিক্রির জন্য ম্যাকগিল দু’জন ব্যক্তির সঙ্গে চুক্তি করেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলা ম্যাকগিল অবশ্য নিজেই ফাঁদে পড়েছেন। ২০২১ সালে তিনি অপহরণ হয়েছিলেন বলে অভিযোগ দায়ের করেন। ওই সময় তিনি জানিয়েছিলেন, তাকে একটি চক্র অপহরণ করে এবং উলঙ্গ করে মারধর করেছে। তারা তাকে মেরে ফেলতে পারেন এমন শঙ্কার কথাও বলেছিলেন।

ওই ঘটনার তদন্ত করতে গিয়ে অস্ট্রেলিয়ার পুলিশ ম্যাকগিলের মাদক কারবারির সঙ্গে সম্পৃক্তার তথ্য পেয়েছে। পুলিশ দাবি করেছে, জেনে বুঝেই সাবেক এই ক্রিকেটার মাদক ব্যবসায় সম্পৃক্ত হন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ