বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষেতের ফসল বাঁচাতে গিয়ে বন্য হাতির আক্রমণে পিষ্ট হয়ে মো. নসের আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কড়ইতলী গ্রামের কোচপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নসের আলী ঐ গ্রামের বাসিন্দা।
স্থানীয় ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. সুরুজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বন্য হাতি প্রায়ই এসে মানুষের ফসল ও ঘরবাড়ি নষ্ট করে। মধ্যরাতে কোচপাড়া এলাকায় বন্য হাতির দল এসে ফসল নষ্ট করতে থাকে। এসময় স্থানীয়রা আগুন ধরিয়ে, ঢাকঢোল পিটিয়ে, পটকা ফাটিয়ে আওয়াজ করে হাতি তাড়ানোর চেষ্টা করে। হঠাৎ বন্য হাতির দল মাতাড়া করলে সবাই দৌড়ে চলে আসলেও নসের আলী আসতে পারেনি। পরে সে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে একজন মারা গেছেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।