বিএনএ ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ১৮২ জন এবং ঢাকার বাইরের ৫২ জন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ হাজার ৭৬১ জন। বর্তমানে মোট এক হাজার ২৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আর একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭ জন মারা গেছেন বলে জানানো হয়।
বিএনএনিউজ/আরকেসি
Total Viewed and Shared : 14