14 C
আবহাওয়া
১১:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » কর্ণফুলী নদীর সাম্পান-মাঝিদের মানববন্ধন

কর্ণফুলী নদীর সাম্পান-মাঝিদের মানববন্ধন

কর্ণফুলী নদীর সাম্পান-মাঝিদের মানববন্ধন

বিএনএ, চট্টগ্রাম : অতিরিক্ত মাশুল আদায় ও চাঁদাবাজির প্রতিবাদে বৈঠা হাতে মানববন্ধন করেছেন কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন। বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন পালন করেন।

No description available.

এসময় সাম্পান চালকরা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কতিপয় কর্মকর্তার যোগসাজশে পাটনিজীবী নীতিমালার তোয়াক্কা না করে ঘাটে বহিরাগত দিয়ে অতিরিক্ত মাশুল আদায় ও চাঁদাবাজি হচ্ছে। কর্ণফুলী নদী থেকে সাম্পান বিলুপ্ত ও মাঝিদের বিতাড়িত করার চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তের প্রতিবাদে আমরা বৈঠা হাতে মানববন্ধন ও সমাবেশ করছি।

No description available.

 

এতে ফেড়ারেশনের সভাপতি এমএস পেয়ার আলীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিএনএনিউজ২৪.কম/আমিন,জিএন

Loading


শিরোনাম বিএনএ