18 C
আবহাওয়া
১২:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু জাদুঘরে যাওয়ায় সকলকে ধন্যবাদ জানালেন জয়

বঙ্গবন্ধু জাদুঘরে যাওয়ায় সকলকে ধন্যবাদ জানালেন জয়

জয়

বিএনএ ডেস্ক: জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ধন্যবাদ জানান।

তিনি লিখেছেন, ‌‘যারা শোক দিবসে বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা জানাতে গেছেন তাদের সবাইকে ধন্যবাদ। শোক দিবস পালনের জন্য যারা আজ সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাহস নিয়ে বিশাল জনসমাগম করতে পেরেছেন সেজন্য আমি ধন্যবাদ জানাতে চাই।’

বঙ্গবন্ধুর দৌহিত্র জয় লেখেন, আজ আমাদের জন্য একটি কলঙ্কময় দিন। জাতির পিতা এবং আমার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এইদিনে শ্রদ্ধা জানাতে আসা অসংখ্য মানুষকে আটকে রেখে মারধর করা হয়েছে।’

তিনি আরও লিখেছেন, কাদের সিদ্দিকীসহ যারা এই হামলায় আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমার সমবেদনা।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ