বিএনএ ডেস্ক: দেশে কিছুদিন আগে সাইবার হামলার হুমকি পাওয়ার ঘটনায় সবাই নড়েচড়ে বসেছে। নিজেদের সার্ভার সুরক্ষিত রাখতে কাজ করছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা কর্মকর্তারা। এরইঅংশ হিসেবে হামলার আশঙ্কায় আপাতত নিজেদের সার্ভার বন্ধ রেখেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে বন্ধ করে রাখা হয়েছে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইটও।
বুধবার (১৬ আগস্ট) সকালে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ইসির সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে মঙ্গলবার (১৫ আগস্ট) সার্ভার ও তথ্যভান্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধু কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ঢাকা মেইলকে বলেন, সাইবার অ্যাটাক্ট সংক্রান্ত ইস্যুকে কেন্দ্র করে সার্ভার আপাতত বন্ধ রাখা হয়েছে। এখন এসেসমেন্টের কাজ চলছে। কারণ সসস্যা হয়ে গেলে বড় ঝুঁকি হবে। এসেসমেন্ট শেষ হলে কোনো সমস্যা না থাকলে ১২টার মধ্যে আশা করি আবার চালু হবে।
তবে ইসি সূত্রে জানা গেছে, বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকার সম্ভাবনা আছে।
এদিকে সার্ভার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন জাতীয় পরিচয়পত্র সেবাপ্রত্যাশীসহ ইসির মাঠপর্যায়ের কর্মকর্তারাও।
বিএনএনিউজ২৪/ এমএইচ