18 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নদীভাঙ্গন রোধে উত্তর তুলাতলীতে বাঁধ নির্মাণের দাবি

নদীভাঙ্গন রোধে উত্তর তুলাতলীতে বাঁধ নির্মাণের দাবি

নদীভাঙ্গন রোধে উত্তর তুলাতলীতে বাঁধ নির্মাণের দাবি

বিএনএ, চন্দনাইশ (চট্টগ্রাম): খরস্রোতা শঙ্খ নদীর ভাঙ্গন রোধে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সংযোগস্থল উত্তর তুলাতলীতে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। বাঁধ নির্মাণের দাবীতে সোমবার (১৪ আগস্ট) চন্দনাইশের পশ্চিম চরবরমা ও সাতকানিয়ার উত্তর তুলাতলীর সর্বসাধারণ মানববন্ধন করেন।

নদীর উত্তরপাড়ে অনুষ্ঠিত দীর্ঘ এ মানববন্ধনে বক্তব্য রাখেন চরবরমার ইউপি মেম্বার আনিসুর রহমান চৌধুরী, মাওলানা কামাল উদ্দীন, হাফেজ মুহাম্মদ বেলাল, নাছির উদ্দীন, গিয়াস উদ্দিন, মঈনুদ্দিন, বেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, জামাল উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, বাঁধ নির্মাণ না হলে চন্দনাইশের পশ্চিম চরবরমা ও সাতকানিয়ার তুলাতলী নদীগর্ভে বিলীন হয়ে যাবে। উত্তর তুলাতলী হেদায়েতুল ইসলাম নূরানি মাদরাসা, দারুত তাক্বওয়া ইসলামিয়া মাদরাসা, পশ্চিম চরবরমা গাউসিয়া তৈয়বিয়া দাখিল মাদরাসা, চরবরমা কমিউনিটি ক্লিনিক, সেবন্দি চরবরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুই উপজেলার সাতটি মসজিদ, পাঁচটি এনজিও পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়, হাজার হাজার একর কৃষিজমি, হাজার বসতঘর ঝুঁকির সম্মুখীন।

ভাঙ্গনরোধে ব্যবস্থা না নিলে বদলে যাবে এলাকার মানচিত্র, বাপ-দাদার স্মৃতি বিজড়িত ভিটে-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হবে বহু পরিবারকে।

বিএনএনিউজ/মো. আবু তাহের,বিএম

Loading


শিরোনাম বিএনএ