26 C
আবহাওয়া
৩:১৪ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন গোলাম মোরশেদ  

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন গোলাম মোরশেদ  

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন গোলাম মোরশেদ  

বিএনএ,চট্টগ্রাম : বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোরশেদ। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। গোলাম মোরশেদ শিকলবাহা গ্রামের ৮ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাজি নওয়াব আলী ও গৃহিণী শাখেরা বেগম ছেলে।

ইতিপূর্বে তিনি উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পটিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর অত্যন্ত কৃতিত্বের সহিত চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স), এলএলএম সম্পন্ন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কোর্টে আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।

২০২২ সালের (১৩ আগস্ট) শনিবার দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে চুড়ান্তভাবে তালিকাভুক্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে স্বীকৃতি লাভ করেন কর্ণফুলীর এই কৃতি সন্তান। তিনি পেশাগত মর্যাদা ও দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা রাখতে সকলের দোয়া চেয়েছেন।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ