27 C
আবহাওয়া
১২:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » ২০ অ‌ভি‌যো‌গে সু‌চির ১৬৪ বছর জেল হ‌তে পা‌রে!

২০ অ‌ভি‌যো‌গে সু‌চির ১৬৪ বছর জেল হ‌তে পা‌রে!

অং সান সুচি

মিয়ানমা‌রের নেত্রী অংসান সু‌চির বিরু‌দ্ধে আনীত অ‌ভি‌যো‌গের সাজা হ‌লে তা‌কে ১৬৪বছর কারাগা‌রে থাক‌তে হ‌বে।

২০২১ সা‌লের ফেব্রুয়া‌রির অভ্যুত্থানের পর তাকে গ্রেপ্তার ক‌রে। এরপর মিয়ানমার সামরিক সরকার সু চির বিরুদ্ধে ১৩টি দুর্নীতির মামলা সহ ২০টি দুর্নী‌তির অভিযোগ দায়ের করেছে। ২০টি অভিযোগে দোষী সাব্যস্ত হলে তিনি ১৬৪ বছরের সম্ভাব্য সম্মিলিত কারাবাসের সম্মুখীন হবেন। এখন পর্যন্ত ছয়টি অভিযোগে তাকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। খবর ইরাব‌তি নিউজ।

গত সোমবার ১৫ আগস্ট ৭৭ বছর বয়‌সি মিয়ানমা‌রের নেত্রী অংসান সু‌চিকে সাম‌রিক আদালত অ‌বৈধভা‌বে চ‌্যা‌রি‌টি ফান্ড গঠন, বা‌ড়ি তৈ‌রির অ‌ভি‌যো‌গে ছয় বছ‌রের সাজা দি‌য়ে‌ছে। জিএন

Loading


শিরোনাম বিএনএ