19 C
আবহাওয়া
২:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে নিহত ৫

কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে নিহত ৫

কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে নিহত ৩

বিএনএ বিশ্ব ডেস্ক : কাবুল দখল করে নিয়েছে তালেবানরা । পতন হলো আশরাফ গানি সরকারের। এর মধ্যে ভয় আর আতঙ্কে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছেন বিমানবন্দরে। বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তবে সেখানে গোলাগুলিতে ৫ জন নিহত হওয়ার থবর জানা গেছে।
সোমবার কাবুল বিমানবন্দরের ভেতরে এ ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়,বিমানবন্দরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি আসলে কি ঘটেছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে, ‘লুটপাট ও অপহরণ ঠেকাতে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করা হয়েছে। ’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আফগান রাজধানী ছেড়ে যাওয়া বিমানগুলোতে শত শত মানুষ জোর করে প্রবেশের সময় তারা নিহত হন।

এদিকে অন্য এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স বলছে, গুলিতে নিহত ৫ জনের মরদেহ একটি গাড়িতে তুলতে দেখেছেন তিনি। অন্য এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহত ব্যক্তিরা কি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নাকি ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন, তা এখনও নিশ্চিত নয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ