29 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমল

করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমল

করোনায় আক্রান্ত

বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত আরও কমে এলো । গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৬২৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৫৭ হাজার ৭৪৫ জন।সোমবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৪১৪। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৭৪ হাজার ৬৮৯ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ৮১৩ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৭১৮। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩৭ হাজার ৫৬১ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২২ লাখ ২৫ হাজার ১৭৫ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩১ হাজার ৬৭৪ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি তিন লাখ ৬৪ হাজার ৯৯। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৬৯ হাজার ২১৮ জন। ।

তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৯০২। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ১৭৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ