বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৯৭ জন। এরমধ্যে নগরীতে আক্রান্ত হয়েছেন ১২৯ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬৮ জন। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গতকাল নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা এবং ২ জন শিশু রয়েছে। চলতি বছর এখন লোহাগাড়া উপজেলার আক্রান্তের হার সবচেয়ে বেশি। গতকাল পর্যন্ত লোহাগাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮০ জন। এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন ৩ জন।
বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী