বিএনএ, ঢাকা : রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। এর মধ্যে ২৫ থেকে ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। রোববার (১৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ওয়াইজ ঘাটের মাঝি শাহআলম জানান, ওয়াইজ ঘাটের নিকটে পৌঁছার আগেই ওয়াটার বাসটি হাউসফুল যাত্রী নিয়ে ছেড়ে যায়। আমি ঘাটে পৌছাতেই ঠিক মাঝ নদীতে কান্নার রোল মুহূর্তেই তলিয়ে যায় ওয়াটার বাস।
উদ্ধারস্থান থেকে সদরঘাট নৌ থানার উপ পরিদর্শক ( এস আই) রেজাউল করিম রেজা বলেন, রাতে বিআইডব্লিউটিসির ওয়াটার বাসটি ওয়াইজঘাট থেকে ৫০ থেকে ৬০ জনের অধিক যাত্রী নিয়ে কেরানীগঞ্জের পারে তেলঘাট ঘাটে যাচ্ছিল। হঠাৎ মাঝ নদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের থাক্কায় মূহুর্তের মধ্যে ওয়াটার বাসটি ডুবে যায়।
উদ্ধার কাজে নৌ পুলিশ,ফায়ার সার্ভিসসহ সরকারি বহু সংস্থা রয়েছে বলে জানান তিনি।
বিএনএনিউজ/এইচ.এম।