বিএনএ, বরিশাল: ভোলার গ্যাসের সংযোগ বরিশালের কলকারখানা ও আবাসিক খাতে দেওয়ার দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন হয়েছে। নগরীর ফকির বাড়ি রোডে বাসদের কার্যালয়ে রোববার (১৬ জুলাই) দুপুরে এই সংবাদ সম্মেলন হয়।
ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি হয়েছে। এ সময় দাবি আদায়ে ১৮ জুলাই বরিশাল ও ভোলায় পদযাত্রা করার ঘোষণা দেন নেতারা।
সংগঠনের বরিশাল জেলা শাখার আহবায়ক অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের বক্তব্য পাঠ করেন সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ভোলার গ্যাস দিয়ে বরিশালসহ অনুন্নত দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন দীর্ঘদিনের দাবি। এই গ্যাস দিয়ে বরিশালের কলকারখানায় ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে জনগণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। সর্বশেষ ২০১৮ সালেও প্রধানমন্ত্রী বরিশালে সমাবেশ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
অথচ সেই প্রতিশ্রুতির পুরোপুরি বরখেলাপ করে গত ২১ মে ২০২৩ ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে সরকারের ১০ বছর মেয়াদী চুক্তি হয়েছে। তারা বলেন, এই চুক্তির আওতায় দ্রুতই ভোলার গ্যাস সিএনজি করে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে সরবরাহ করা হবে। ভোলায় গ্যাস উদ্বৃত্ত থাকার কথা বলে এই চুক্তি করা হচ্ছে।
অথচ ভোলাসহ বরিশাল বিভাগের শিল্পাঞ্চল ও আবাসিক খাত এখন পর্যন্ত এই গ্যাসের সংযোগ পায়নি। বরিশালে গ্যাস সরবরাহের কোনো ব্যবস্থা না করে ঢাকার শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহের এই চুক্তি দক্ষিণাঞ্চলের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
এই চুক্তি দক্ষিণাঞ্চলের উন্নয়নকে বহুগুণ পিছিয়ে দেবে। অবিলম্বে ইন্ট্রাকোর সঙ্গে এই চুক্তি বাতিল করে ভোলার গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে ভোলাসহ বরিশাল বিভাগের কলকারখানা ও আবাসিক খাতে সরবরাহের দাবি জানান বক্তারা।
বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম