24 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৫ দিন ধরে দুই কিশোরী নিখোঁজ

চট্টগ্রামে ৫ দিন ধরে দুই কিশোরী নিখোঁজ

চট্টগ্রামে ৫ দিন ধরে দুই কিশোরী নিখোঁজ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া থেকে নগরীর খালার বাড়িতে বেড়াতে আসা উম্মে আয়মা আনিকা (১৫) এবং নিসা আক্তার (১৬) নামে দুই কিশোরী পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। গত বুধবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তারা নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এ ঘটনায় শনিবার (১৫ জুলাই) চান্দগাঁও থানায় নিখোঁজ ছাত্রীদের স্বজন মোহাম্মদ মিজানুর রহমান সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ কিশোরী উম্মে আয়মা আনিকা ও নিসা আক্তার তারা দুজনই পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের পূর্ব বারিকাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তারা ওই এলাকার হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ডায়েরিতে উল্লেখ করা হয়, গত বুধবার সন্ধ্যা ৭টায় ওই দুই কিশোরী চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার পূর্ব সমশেরপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারের জন্য পুলিশ সবধরণের চেষ্টা করে যাচ্ছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ