21 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » পুলিশের ঊর্ধ্বতন আরও ৩৫ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন আরও ৩৫ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন আরও ৩৫ কর্মকর্তাকে বদলি

বিএনএ, ঢাকা: এবার পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। রোববার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে ১৬ ডিআইজিকে বদলির তথ্য  জানানো হয়েছে। এ নিয়ে একদিনে ৫১ কর্মকর্তাকে বদলি করা হলো।

বদলি হওয়া ৩৫ অ্যাডিশনাল ডিআইজিরা হলেন– গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমিতে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন সরদারকে ঢাকা রেঞ্জে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইদুর রহমান খানকে পুলিশ স্টাফ কলেজে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে নৌপুলিশ ইউনিটে, বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মো. রাশিদুল ইসলাম খানকে ঢাকা রেঞ্জে, বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জে, রাজশাহী মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফারুক হোসেনকে বিশেষ শাখায়, রাজশাহী মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার সামসুন্নাহারকে বিশেষ শাখায়, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাকে বিশেষ শাখায়, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এএফএম আঞ্জুমান কালামকে পুলিশ অধিদপ্তরে, নৌপুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়কে রংপুর রেঞ্জ, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এমএ জলিলকে পুলিশ অধিদপ্তরে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কক্সবাজারের অধিনায়ক, কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শহীদ হারুন অর রশিদকে সিলেট রেঞ্জে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রীনাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার লিটন কুমার সাহাকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মান্নান মিয়াকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিমকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. হেমায়েতুল ইসলামকে রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরীকে খুলনা রেঞ্জে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামানকে খুলনা রেঞ্জে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতিকুর রহমান মিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমাকে ট্যুরিস্ট পুলিশে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালক চৌধুরী মঞ্জুরুল কবিরকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদকে রাজশাহী রেঞ্জ রিভার্স ফোর্সের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ