বিএনএ, ঢাকা:রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন ও তেজগাঁওয়ের এডিসি হাফিজ আল ফারুকের অনুরোধে অবশেষে অবরোধ তুলে নিয়েছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা।
রোববার(১৬ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়া শুরু হয়েছে।এতে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আবার চালু হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলে মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের আশ্বাসে রোববার দুপুর আড়াইটার দিকে তারা রেলপথ ছেড়ে দেন। পরে জিএম জাহাঙ্গীর হেঁটে হেঁটে শ্রমিকদের সঙ্গে কথা বলতে বলতে তাদের নিয়ে রেল ভবনের উদ্দেশে রওনা হন।
এর আগে সকালে এফডিসি রেলগেট এলাকায় রেললাইনের উপর বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকদের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু হয়। এসময় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন তারা।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার তখন বলেন, ‘সকাল দশটা ১০ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ। আমরা স্টেশন এলাকায় আছি তাই ওখানের খবরটা বলতে পারছি না। শ্রমিকরা লাইন ছেড়ে দিলেই আবার সব ট্রেন চলাচল শুরু হবে।’
রেলওয়ে সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ৪টি ট্রেন ঢাকা স্টেশন ছাড়তে পারেনি। অন্যদিকে ৫টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশের অপেক্ষায় ছিল।
শ্রমিকরা জানান, বিজ্ঞাপন দিয়ে সারাদেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। যারা ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। চুক্তি ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে তাদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও রেল কর্তৃপক্ষ তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণায় ক্ষুব্ধ হয় তারা।
বিএনএ/ ওজি