29 C
আবহাওয়া
৩:৪৮ পূর্বাহ্ণ - জুন ৩, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে সিএনজি অটোরিকশার ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু

কক্সবাজারে সিএনজি অটোরিকশার ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু


বিএনএ,কক্সবাজার:কক্সবাজারে অটোরিকশার (সিএনজি) ধাক্কায় তসলিমা (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।শনিবার (১৫জুলাই) রাত ১১ টার দিকে কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক চালককে আটক করা হয়েছে।

নিহত কলেজ ছাত্রী কলাতলী আদর্শ গ্রাম এলাকার হেলালের মেয়ে ও কক্সবাজার উত্তরন মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমুল হুদা।

তিনি নিহত স্কুল ছাত্রীর স্বজনের বরাদ দিয়ে ওসি তদন্ত বলেন, প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে কলাতলী সড়ক বিভাগের রেস্ট হাউজ এলাকায় কক্সবাজার শহর মুখি একটি সিএনজি ধাক্কা দিলে চরমভাবে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ধাওয়া করে ঘাতক চালক ও সিএনজিটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ