বিএনএ, নোবিপ্রবি (নোয়াখালী) : মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বুধবার (১৯ জুলাই) খুলছে দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।
গত ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (প্রশাসন শাখা) ড. মুহাম্মদ আলমগীর সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জুলাইয়ের ৬ তারিখ থেকে জুলাইয়ের ১৯ তারিখ পর্যন্ত ক্লাসসমূহ এবং জুলাইয়ের ৭ তারিখ থেকে জুলাইয়ের ১৪ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ছুটি ঘোষিত হয়।
এদিকে রবিবার (১৬ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা যারা মেসে থাকেন তারাও ছুটির আমেজ শেষে কদিন আগে থেকেই ফিরতে শুরু করেছেন। ফলে শিক্ষার্থীদের পদাচরণায় মুখরিত হচ্ছে ক্যাম্পাস প্রাঙ্গণ।
বুধবার থেকে আবার পুরোদমে শুরু হবে প্রত্যেক বিভাগের ক্লাস- পরীক্ষা। এছাড়া আগামী বুধবার থেকে শিক্ষার্থী বহনকারী বাসগুলো পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী নির্দিষ্ট রুটে যাতায়াত করবে বলে জানা যায়।
উল্লেখ্য, গত ৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত নোবিপ্রবি পবিত্র ঈদুল আজহার ছুটি ঘোষণা করে।
বিএনএনিউজ/ আব্দুল্লাহ আল মাহবুব শাফি/এইচ.এম।