24 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের পর্যটন, ফুড প্রসেসিং এবং তথ্য প্রযুক্তিখাতে নেপালীদের বিনিয়োগের আহবান

বাংলাদেশের পর্যটন, ফুড প্রসেসিং এবং তথ্য প্রযুক্তিখাতে নেপালীদের বিনিয়োগের আহবান

সাবেক প্রধানমন্ত্রী ঝালা নাথ খানাল ও বাংলাদেশ বাঙ্কার সাপ্লায়ার্স এসোসিয়েশনের সভাপতি এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার

বিএনএ, ঢাকা: নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালা নাথ খানাল বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি।গত একদশকের বেশি বাংলাদেশ ব্যবসা-বাণিজ্য ও কূটনৈতিকভাবে ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে।

শনিবার( ১৬ জুলাই) নেপালের কাঠমুন্ডেতে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালা নাথ খানালের সাথে সৌজন্য সাক্ষাত কালে তিনি এ সব কথা বলেন।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালা নাথ খানাল ও বাংলাদেশ বাঙ্কার সাপ্লায়ার্স এসোসিয়েশনের সভাপতি এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালা নাথ খানালের সাথে  সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের  নেতৃবৃন্দের বৈঠক

 

সাক্ষাৎকালে নেপাল সফরকারী দলের অন্যতম সদস্য ব্যবসায়ি নেতা, বাংলাদেশ বাঙ্কার সাপ্লায়ার্স এসোসিয়েশনের সভাপতি এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার বলেন, বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবে এগিয়ে যায় নি-কৃষি,যোগাযোগ,শিক্ষা,বিদ্যুৎ, চিকিৎসা সেবা এবং নারীর ক্ষমতায়নে রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বব্যাংকের বিরোধীতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু তৈরি করে বাংলাদেশকে বিশ্বের বিস্ময়ে পরিণত করেছেন।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালা নাথ খানাল ও জনাব মিজানুর রহমান মজুমদার
জনাব মিজানুর রহমান মজুমদার(বামে) ও নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালা নাথ খানাল

জনাব মিজানুর রহমান মজুমদার বলেন, বাংলাদেশ সরকার তরুণ উদ্যেক্তাদের অগ্রাধিকার এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগি করে দেশকে গড়ে তোলার জন্য নানামুখি পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে দেশ ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের সুফল পেতে শুরু করেছে। শহরের সুযোগ সুবিধা গ্রামেও পৌঁছে দিচ্ছেন। তিনি বলেন, নেপালের তরুণ ব্যবসায়ীরা বাংলাদেশের পর্যটন, ফুড প্রসেসিং এবং তথ্য প্রযুক্তিখাতে বিনিয়োগ করলে উভয়দেশ লাভবান হবে।

সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নেপালের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো: নজির মিয়া, মুসলিম কমিশনের সদস্য এডভোকেট মাহামাদীন আলী, কেন্দ্রীয় পরিচালক বঙ্গবন্ধু গবেষক ড. মুহম্মদ মাসুম চৌধুরী ও আজীবন সদস্য ইফতেখার আবেদীন চৌধুরী।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ