29 C
আবহাওয়া
৬:৪২ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৫
Bnanews24.com
Home » শনিবার রাতে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসবে

শনিবার রাতে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসবে

মডার্না ও সিনোফার্মের টিকা আসছে রাতে

বিএনএ, ঢাকা : চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ শনিবার (১৭ জুলাই) রাতে ঢাকায় এসে পৌঁছাবে। শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

খুরশীদ আলম বলেন, ‘আগামীকাল রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছাবে।’

পৃথক দুটি উড়োজাহাজে এসব টিকা দেশে আসবে। বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে। তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল।

বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। ইতোমধ্যে চুক্তির ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ