28 C
আবহাওয়া
২:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও মৃত্যু ১৮৭, শনাক্ত ১২১৪৮

করোনায় আরও মৃত্যু ১৮৭, শনাক্ত ১২১৪৮


বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৭ হাজার ৪৬৫ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে শনাক্ত হলো ১২ হাজার ১৪৮ জন। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনের করোনা শনাক্ত হলো।

শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪১ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা করে আরও ১২ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ১১৩ জন পুরুষ ও ৭৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ১১-২০ বছরের মধ্যে, সাত জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ৩০ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৩৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৫৪ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ৩০ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে, চার জনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে ও একজনের বয়স এক শ বছরের বেশি।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগে এ সময়ে সবচেয়ে কম ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, সিলেট বিভাগে নয় জন, বরিশাল বিভাগে আট জন ও ময়মনসিংহ বিভাগে সাত জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ চার হাজার ৯৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৩৩০ জন, খুলনা বিভাগে এক হাজার ৪৯৭ জন, রাজশাহী বিভাগে এক হাজার ৪৫ জন, রংপুর বিভাগে ৭৪৫ জন, সিলেট বিভাগে ৫৮৪ জন, বরিশাল বিভাগে ৫৩৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৪৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ