28 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৫
Bnanews24.com
Home » ৪৫ দিনেও খোঁজ মেলেনি কর্ণফুলীর নাহিমের

৪৫ দিনেও খোঁজ মেলেনি কর্ণফুলীর নাহিমের


বিএনএ, কর্ণফুলী: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন শাহ আমানত দরগাহ্ লেইন তনজিমুল মোছলেমীন এতিমখানা থেকে নিখোঁজ হওয়া কর্ণফুলীর মো. নাহিম উদ্দিন (১২) এর খোঁজ মেলেনি ৪৫ দিনেও।

নিখোঁজ নাহিম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাষ্টারহাট এলাকার মো. নাজিম উদ্দিন এর ছেলে। নাহিম শাহ আমানত দরগাহ্ লেইন সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানার ছাত্র।

সে গত ৩ মে বিকাল সাড়ে ৬ টার দিকে মাদ্রাসা থেকে বের হয়ে লালদীঘি মাঠে খেলতে যান। এরপর সে সন্ধ্যায় আর মাদ্রাসায় ফিরে যায়নি বলে জানান মাওলানা আমান উল্লাহ। তার মাথার চুল ছোট খাট কালো, উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি। ওজন ৩০ কেজি।

ওই রাতেও অনেক খোঁজাখুঁজি করে তাকে আর পাওয়া যায়নি। পরে ৬ মে তার বাবা মো. নাজিম উদ্দিন সিএমপির কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর-৪৩২।

এ বিষয়ে জানতে চাইলে জিডি তদন্ত কর্মকর্তা মো. সেলিম হক বলেন, ‘এখনো পর্যন্ত ছেলেটির কোন খোঁজ খবর পাইনি। তবে চেষ্টা চলমান রয়েছে।’

তনজিমুল মোছলেমীন এতিমখানার শিক্ষকদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, শিক্ষকরা জানিয়েছেন খেলতে গিয়ে নাহিম আর এতিমখানায় ফিরেনি।’

তনজিমুল মোছলেমীন এতিমখানার শিক্ষক মাওলানা আমান উল্লাহ জানান,’ ছেলেটি ৩ মে শুক্রবার অন্য ৩ জন ছেলের সাথে লালদিঘি মাঠে খেলতে গিয়ে আর ফিরেনি এতিমখানায়। আমরা বিষয়টি তার পরিবারকে জানিয়ে থানায় জিডি করিয়েছি। সবদিকে খোঁজ করতেছি।’

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ