18 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দর্শনা দিয়ে ফিরলেন আরও ১৩ বাংলাদেশি

দর্শনা দিয়ে ফিরলেন আরও ১৩ বাংলাদেশি

দর্শনা দিয়ে ফিরলেন আরও ১৩ বাংলাদেশি

বিএনএ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ১৩ বাংলাদেশি। এ নিয়ে গত ২৯ দিনে ওই চেকপোস্ট দিয়ে মোট ৮৫১ জন দেশে ফিরেছেন।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ভারতের গেদে চেকপোস্ট হয়ে দর্শনা চেকপোস্টে প্রবেশ করেন ওই বাংলাদেশিরা।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, মঙ্গলবার ১৩ জন দর্শনা চেকপোস্টে ঢোকার পর চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। তবে কারো শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। দেশে আসা ১৩ জনকে বিশেষ নিরাপত্তায় মাইক্রোবাসে করে চুয়াডাঙ্গা নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১২ জনকে চুয়াডাঙ্গার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে এবং একজনকে ঝিনাইদহে নেয়া হয়। সেখানে তাদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে।

তিনি আরও জানান, কোয়ারেন্টাইনে এখন পর্যন্ত ১৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখান থেকে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ