বিএনএ,চট্টগ্রাম: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে হালদা নদীর আজিমের ঘাট সংলগ্ন এলাকা থেকে একটি মৃত মৃগেল (Brud) মা মাছ উদ্ধার করা হয়েছে। মাছটির দৈর্ঘ্য ছিল ২ ফুট ৬ ইঞ্চি, প্রস্থ ৫ ইঞ্চি এবং ওজন ৫ কেজি ১০০ গ্রাম।
বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় দুই মৎস্যজীবী এ মাছটি উদ্ধার করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাছটির শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকেই বোঝা যায় আঘাতজনিত কারণেই মাছটির মৃত্যু হয়েছে।
পরীক্ষা ও পর্যবেক্ষণে দেখা যায়, মাছটির গোনাড (ডিম্বাশয়) পরিপক্ক ডিমে পূর্ণ ছিল। অর্থাৎ এটি প্রজননের জন্য প্রস্তুত মা মাছ ছিল। হালদা নদীতে এই সময়কালে রুইজাতীয় ব্রুড মাছ ডিম ছাড়ার জন্য নদীতে প্রবেশ করে থাকে। এ অবস্থায় একটি সুস্থ মা মাছের মৃত্যু প্রজনন মৌসুমে উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আইডিএফের মৎস্য কর্মকর্তা মো. সুজন এবং হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির গবেষক শিহার নেওয়াজ। তারা মাছটির সুরতহাল সম্পন্ন করেন এবং পরে মাছটি পরিবেশগত সুরক্ষার লক্ষ্যে আইডিএফ হ্যাচারিতে নিয়ে গিয়ে মাটি চাপা দিয়ে নিস্পত্তি করা হয়।
উল্লেখ্য, হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, যেখানে প্রতিবছর রুইজাতীয় মাছ স্বাভাবিকভাবে ডিম ছাড়ে। এই নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মা মাছের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিএনএনিউজ/ নাবিদ