15 C
আবহাওয়া
৪:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » খুলনায় ১১ জুয়াড়ি গ্রেপ্তার

খুলনায় ১১ জুয়াড়ি গ্রেপ্তার


বিএনএ, খুলনা : খুলনায় ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম এবং ১১ হাজার ৩৬৭ টাকা জব্দ করা হয়। রোববার (১৫ মে) বিকেলে খুলনা সদর থানাধীন আহসান আহমেদ রোড সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেখ তারিকুল ইসলাম ওরফে বাদল (৫২), মো. সিদ্দিকুর রহমান (৫৩), শেখ মো. পারভেজ (৫০), মো. মুজি সরদার (৫০), মো. বাছিম কোরাইশী (৫২), মীর দুলাল হাকিম দোলন (৫৭), এস এম মাহাবুবুল ইসলাম (৫৮), মো. শামীম (৪৩), মো. আব্দুল কাদের (৩২), মো. মনিরুল (৫৫) ও মো. কামরুজ্জামান (৫২)।

কেএমপি জানায়, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে।

বিএননিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ