18 C
আবহাওয়া
৭:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পুলিশের কবজি বিচ্ছিন্নের মামলায় মূল আসামির স্ত্রী গ্রেপ্তার

পুলিশের কবজি বিচ্ছিন্নের মামলায় মূল আসামির স্ত্রী গ্রেপ্তার

পুলিশের কবজি বিচ্ছিন্নের মামলায় মূল অভিযুক্তর স্ত্রী গ্রেপ্তার

বিএনএ ডেস্ক: চট্টগ্রামের লোহাগড়ায় পুলিশ কনস্টেবলের কবজি বিচ্ছিন্নের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রুবি আক্তার মূল অভিযুক্ত কবির আহাম্মদের স্ত্রী।

সোমবার (১৬ মে) ভোরে বান্দরবানের লামা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।

আতিকুর রহমান বলেন, পুলিশ কনস্টেবল জনি খানকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় পুলিশ এজাহারনামীয় ৪ জন ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। রুবি আক্তার ওই মামলার আসামি। তবে মূল অভিযুক্ত কবির এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের মামলার আসামি কবির আহাম্মদকে গ্রেপ্তার করতে রোববার সকালে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালারখিল এলাকায় অভিযানে যায় পুলিশ। তখন কবির কনস্টেবল জনি খানকে দা দিয়ে কোপ দিলে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয় যায়। এ সময় বাদী এবং আরেক পুলিশ সদস্যও আহত হন।

বিএনএ/আর

Loading


শিরোনাম বিএনএ