20 C
আবহাওয়া
৬:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » অধ্যাপক মুস্তফা কামরুল আখতার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

অধ্যাপক মুস্তফা কামরুল আখতার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

অধ্যাপক মুস্তফা কামরুল আখতার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

বিএনএ,চট্টগ্রাম :  চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তফা কামরুল আখতারকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

মুস্তফা কামরুল আখতার ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করে বিসিএস’র (শিক্ষা) মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
১৯৯৩ সালের নভেম্বরে স্যার আশুতোষ সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন  তিনি। এরপর ১৯৯৪ সালের আগস্ট মাসে তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজে যোগ দেন।
২০০৮ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে তিনি সরকারি সিটি কলেজে যোগ দেন।  তিনি ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। সেই থেকে সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন মুস্তফা কামরুল আখতার।
বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ